Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় ফের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮

কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে সড়কে অবরোধ করেন প্রতিবাদী ছাত্রজনতা।

কুষ্টিয়া: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রতিবাদী ছাত্রজনতা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে সড়কে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে মজমপুর এলাকা ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

বিক্ষোভ চলাকালে ছাত্রজনতা হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই হাদি হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।’

বিজ্ঞাপন

এ সময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর