Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা রামিম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৪

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রামিম রহমান

নড়াইল: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রামিম রহমানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নড়াইল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রামিম রহমান নড়াইল পৌরসভার ভওয়াখালীর দেবদারুতলা এলাকার হামিমুর রহমান জান্নুর ছেলে।

জানা গেছে, আওয়ামী লীগের আমলে রামিম রহমান বিভিন্ন সময়ে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। এ ছাড়াও শহরের দূর্গাপুর এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা নুরুল হকসহ তার পরিবারের সদস্যদের পিটিয়ে জখমের ঘটনায় অভিযুক্তও তিনি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‘রাতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর