Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারীসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক ৫ জন

চাঁপাইনবাবগঞ্জ: ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে অবৈধভাবে দেশে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিভিষন সীমান্ত থেকে নারীসহ পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্তে লালমাটি খাড়ির ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার জামিল ডারা গ্রামের কামরুল লস্কর (৪৬), তার স্ত্রী লিপি লস্কর (৪০), ছেলে সাদ্দাম লস্কর (২২), মেয়ে ফিরোজা (১৬) এবং বাগেরহাট জেলার মোল্লারহাট থানার কাটা দ’রে গ্রামের হায়দার সর্দার (২৩)।

বিজ্ঞাপন

মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃতরা ভারতের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে ফিরছিলেন। রোববার সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে বিভিষন সীমান্ত পিলার ২১৯/৭১-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি খাড়ির ঘাট এলাকা দিয়ে ওই পাঁচ ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবির টহলদল তাদের আটক করে। পরে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গোমস্তাপুর থানার অফিসার ইন চার্য (ওসি) আব্দুল বারিক বলেন, অবৈধভাবে দেশে ফেরার পথে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করেন। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এএ