Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার ১১ আসনে ১১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪

কুমিল্লা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার রাজনীতিতে ব্যাপক সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে জেলার ১১টি সংসদীয় আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। রোববার (২৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত এসব আসনে মোট ১১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসানের কার্যালয় এবং সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ২৮ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ১২ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২২ জন মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও ৫২ জন প্রার্থী।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় এখনও একদিন বাকি থাকলেও শেষ সময় পর্যন্ত প্রার্থীদের উপস্থিতি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ফলে মনোনয়ন সংগ্রহকারীর সংখ্যা আরও বাড়তে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লার গুরুত্বপূর্ণ ১১টি আসনে বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ এবারের নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয়তা নির্বাচনী মাঠে বাড়তি উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর