বেনাপোল: যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেনকে গুম করার অভিযোগে মহাসড়ক অবরোধ করেছে স্বজনসহ এলাকাবাসী।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে লাউজানি এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করা হয়।
এসময় বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করেন। ‘রাসেল ভাই গুম হলো কেন,’‘প্রশাসন জবাব দাও, গুমের বিচার চাই’ নানা স্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন যশোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল (মুন্নি)। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মী ও স্বজনদের আশ্বস্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাসেল হোসেন নিখোঁজ হন। এরপর ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো অগ্রগতি নেই। ফলে পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, অবরোধের কারণে রোববার সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যানবাহনের যাত্রী ও পণ্য পরিবহনকারীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীরা রাসেল হোসেনকে জীবিত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করতে থাকেন।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা যুবদলের নেতারা স্পষ্ট ভাষায় বলেন, দ্রুত রাসেল হোসেনকে উদ্ধার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহাজালাল আলম বলেন, ৯টা ৫৫ মিনিট থেকে ১টা পর্যন্ত রাস্তা অবরোধ ছিলো। পরে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তিনি আরও বলেন, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। শেখ নাছির উদ্দীন, বেনাপোল থেকে ০১৭১১৩০৯০৫৬