Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ এখন ক্রান্তিকাল পার করছে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৪:২৫

ঠাকুরগাঁওয়ের গড়েয়া রোডে মানব কল্যাণ প্রশিক্ষণ কেন্দ্রে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং দেশকে অস্থির করে তুলতে একটি চক্র পরিকল্পিতভাবে কাজ করছে। এ অবস্থায় সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া রোডে মানব কল্যাণ প্রশিক্ষণ কেন্দ্রে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে যেন আবার কোনো অন্ধকারের দিকে দেশ না চলে যায়। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীদের ফাঁদে পা দেওয়া যাবে না। এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।’

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বড় মসজিদের খতিব খলিলুর রহমান, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ রশিদ আলমসহ স্থানীয় আলেম-ওলামা ও বিএনপির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর