Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর-বেনাপোল সীমান্তে অসহায়দের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

লোকাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১২:১৬

যশোর-বেনাপোল সীমান্তে অসহায়দের মাঝে বিজিবি শীতবস্ত্র বিতরণ করেছে।

বেনাপোল: যশোর রিজিয়ন সদর দফতর ও ৪৯ ব্যাটালিয়ন বিজিবির উদ্যোগে যশোর সদর উপজেলার রেল স্টেশন ও বেনাপোল সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী দেশের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ৪৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ উপস্থিত থেকে প্রায় ২০০ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

বিজ্ঞাপন

বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়ে আসছে। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় জনগণ ও গণ্যমান্য ব্যক্তিরা বিজিবির এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর