Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১২:০৭

বিদেশি পিস্তল ও গুলিসহ গাজী জাহিদ হাসানকে আটক করেছে যৌথবাহিনী।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের নারায়ণপুরে নতুন বাইসাইকেল বিক্রির দোকান থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দোকানের স্বত্বাধিকারী গাজী জাহিদ হাসানকে (৩৬) আটক করেছে যৌথবাহিনী।

রোববার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশী পিস্তল, দুটি গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিমকার্ড ও একটি ব্যাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় গাজী জাহিদকে আটক করা হয়।

আটক গাজী জাহিদ জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

যৌথবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। এ ঘটনায় জীবননগর থানায় মামলা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর