Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বাল্কহেড থেকে পদ্মায় পড়ে সুকানি নিখোঁজ, চলছে উদ্ধারকাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১২:১৯

উদ্ধারকাজ চলছে

ফরিদপুর: চরভদ্রাসন উপজেলায় বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে আরিফ শেখ (৪৬) নামের এক সুকানি নিখোঁজ হয়েছেন। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) উদ্ধার অভিযান চলমান রয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। অন্ধকার নেমে আসায় ওইদিন অভিযান স্থগিত করা হয়। শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

নিখোঁজ আরিফ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। তিনি চার ভাইবোনের মধ্যে সবার বড়। তার একটি ছেলে ও একটি মেয়ে আছে।

আরিফের খালু আবুল সরকার জানান, আরিফ বাল্কহেডে সুকানি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বালু নিয়ে ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌবন্দরে আসেন। বালু খালাস শেষে ফেরার পথে অসাবধানতাবশত পদ্মা নদীতে পড়ে যান।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের লিডার মোর্তজা ফকির জানান, শুক্রবার সকাল থেকে আবারও ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ সুকানির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, নৌপুলিশের একটি দলও উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আরিফ শেখের কোনো খোঁজ মেলেনি।

বিজ্ঞাপন

জবি'র 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
২৬ ডিসেম্বর ২০২৫ ১১:০৯

আরো

সম্পর্কিত খবর