চাঁপাইনবাবগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগমন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশীদ।
এ সময় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি কর্মী রাহাত আলী, আব্দুল হান্নান ও ফয়সাল মাহমুদসহ অন্যরা।
উল্লেখ্য, আজ বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও দেশে এসেছেন।
তারেক রহমান ও তার পরিবারকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতা কর্মীরা।