Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক মওলা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৭

সভাপতি আতাউর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা

টাঙ্গাইল: টাঙ্গাইল প্রেসক্লাবে আতাউর রহমান আজাদ (বাংলাভিশন ও ইনকিলাব) সভাপতি এবং কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি) সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন চেয়ারম্যান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন। তিনি নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন), যুগ্ম সম্পাদক শামিম আল মামুন (যমুনা টিভি ) ও মালেক আদনান (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ মামুনুর রহমান মিয়া (ইনডিপেনডেন্ট টিভি), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মোস্তাক হোসেন (টাঙ্গাইল প্রতিদিন), দফতর ও পাঠাগার সম্পাদক পারভেজ হাসান (বণিক বার্তা)।

বিজ্ঞাপন

কার্যকরী সদস্যরা হলেন- জাফর আহমেদ (যুগান্তর) আব্দুর রহিম (সমকাল), এসএম আওয়াল হোসেন (দৈনিক বর্তমান), সোহেল তালুকদার (ডিবিসি টিভি) এবং সুমন খান বাবু (দীপ্ত টিভি)।

এর আগে সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। কোষাধ্যক্ষের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন আব্দুর রহিম।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর