Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৫

গ্রেফতার মাদককারবারি

নোয়াখালী: বেগমগঞ্জে বড়দিন ও ইংরেজি নববর্ষকে ঘিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ চেকপোস্টে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মুঠোফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতার মোহাম্মদ হোসাইন (২৬) জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব মাইজদীপুর গ্রামের পাঁচানি বাড়ির মৃত মো.আবুল হাসেমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সূত্রে জানা গেছে, বুধবার রাতে বড়দিন ও ইংরেজি নববর্ষকে ঘিরে বেগমগঞ্জের ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা নোয়াখালীগামী একাধিক বাসে তল্লাশি চালায়। ওই সময় সড়কে একটি মোটরসাইকেল দেখে তাদের সন্দেহ হয়। পরে মোটরসাইকেল চালককে আটক করে তল্লাশি করে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আসামে সহিংসতায় নিহত ২
২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৫১

আরো

সম্পর্কিত খবর