Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে সীমান্তে ৪৩ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

লোকাল করসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৪১

গাঁজাসহ মাদক পাচারকারী জাহাঙ্গীর আলম বাবুকে আটক করেছে বিজিবি।

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে বেনাপোলের ২ নম্বর ঘিবা গ্রাম তাকে আটক করা যায়।

আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম বাবু (২৯)। তিনি বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, রাতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীন ঘিবা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্তবর্তী এলাকায় দায়িত্ব পালনকালে ঘিবা গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে মাথায় বস্তা নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর আলম বাবুকে সন্দেহভাজন হিসেবে আটক করে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসঙ্গতি পরিলক্ষিত হলে টহল দল বস্তাটি তল্লাশি করে। তল্লাশিকালে বস্তার ভেতর থেকে ৪৩ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানা গেছে।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, ‘সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। গোয়েন্দা নজরদারি জোরদারসহ নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

রিজার্ভ বেড়ে ৩২.৮০ বিলিয়ন ডলার
২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮

আরো

সম্পর্কিত খবর