Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১৫

গাঁজাসহ আটক ব্যক্তি

চাঁপাইনবাবগঞ্জ: প্রাইভেটকারে গাঁজা বহনকালে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জব্দ করা গাঁজার পরিমাণ ৩২ কেজি ৭৪০ গ্রাম।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) এলাকা থেকে গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম আহাম্মদ আলী (২৬)। তিনি হবিগঞ্জ জেলার সদর উপজেলার উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, দুই ব্যক্তি হবিগঞ্জ জেলা থেকে একটি প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মোল্লান মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি সাদা রঙের প্রাইভেট কার তল্লাশি করে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করে একজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তি ও জব্দ করা গাঁজা চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকসহ সব অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

শীতের শেষ আলোতে অব্যক্ত শব্দেরা
২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬

গুলশানের বাসায় জুবাইদা-জাইমা
২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৭

আরো

সম্পর্কিত খবর