Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে ১৯ লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১২:৩৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৪২

উদ্ধার করা ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী

পঞ্চগড়: মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা ইয়াবার দাম ১৯ লাখ ২০ হাজার টাকা।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের লিচুতলা এলাকার এসএ পরিবহনের প্রধান গেটের সামনে থেকে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করবে বলে জানা গেছে।

আটক মাদককারবারি নাম আবুল কালাম আজাদ (৪৫)। তিনি বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সেনপাড়া আরাজী গাইঘাটা এলাকার হাতেম আলীর পুত্র। তিনি পেশায় মোটর শ্রমিক হলেও দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যাবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় বুধবার রাতে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংয়ে তিনি জানান, কক্সবাজার থেকে কুরিয়ার যোগে ইয়াবার বড় একটি চালান পঞ্চগড়ে এসেছে- এমন খবরের ভিত্তিতে পঞ্চগড় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু হোসেনের নেতৃত্বে একটি দল এসএ পরিবহনের সামনে অবস্থান নেয়। পরে পারসেলটি নিয়ে বাইরে আসতেই মাদককারবারি আবুল কালামকে হাতেনাতে আটক করা হয়।

পারসেল খুলে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক দাম ১৯ লাখ ২০ হাজার টাকা বলেও জানান পুলিশ সুপার।

বিজ্ঞাপন

শীতের শেষ আলোতে অব্যক্ত শব্দেরা
২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬

আরো

সম্পর্কিত খবর