চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মাওলানা কেরামত আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে দলটির উপজেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলাম, মিডিয়া সেক্রেটারি অধ্যাপক দুরুল হোদা ও পৌর জামায়াতের সেক্রেটারি আবদুর রউফসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।