বাগেরহাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহর পক্ষে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মোংলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমির কাছ তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির বাগেরহাট জেলা প্রতিনিধি মো. আলামিন, মো. আবু হাসান, এনসিপির মোংলা উপজেলার প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম মৃধা, রামপাল উপজেলার প্রধান সমন্বয়কারী মাজেদুর রহমান জুয়েল ও মোল্লা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
মোল্যা রহমাতুল্লাহ জানান, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক গুজব রটানো হবে। তা প্রতিহত করে সকল দলের অংশগ্রহণে ভালো ও নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তুবায়ন করা হবে। আমার নির্বাচনি ইশতেহার হলো মোংলার ইতিহাস ও ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনা।’ এ ছাড়া জুলাই সনদ ও গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে জ্বালানি খাতে ন্যায্য রূপান্তরে রাজনৈতিক দলের অঙ্গীকার নিশ্চিত করার জন্য বাগেরহাট-৩ আসনে এনসিপি মনোনীত প্রার্থী মোল্যা রহমাতুল্লাহর কাছে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোট বিডব্লিউজিইডি’র পক্ষ থেকে মো. নুর আলম শেখ নাগরিক ইশতেহার তুলে দেন ।