Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া-৩ আসনের মনোনয়ন ফরম তুললেন মুফতি আমির হামজা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৩০

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

কুষ্টিয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের আমির হামজা বলেন, ‘হত্যাকাণ্ড কখনো সমর্থন করি না। যারা ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই। এই হত্যাকাণ্ডের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত আছে। অনেকে চাচ্ছে নির্বাচন পিছেয়ে যাক এবং দেশটা অন্যের হাতে চলে যাক। নির্বাচিত সরকার না আসলে কি হয় আমরা তো দেখেছি। সুতরাং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং নির্বাচনে যে তারিখ দেওয়া আছে আশা করি এই তারিখেই নির্বাচন হয়ে যাবে।’

বিজ্ঞাপন

আমির হামজা আরও বলেন, ‘আমরা অনেকদিন ধরে মাঠে আছি। নির্বাচনের পরিবেশ এভাবে চললে আমরা আশাবাদী জয়ী হব। এখানে দুইটা থানায় প্রত্যেক ঘরের দুয়ারে আমরা গিয়েছি, মানুষের যেভাবে সাড়া পেয়েছি আমরা আশা করছি বিপুল ভোটে জয়ী হব।’

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামাতের আমির এনামুল হকসহ দলের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নাবিল গ্রুপে চাকরির সুযোগ
২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২১

আরো

সম্পর্কিত খবর