Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবির মুখে লালমনিরহাট-ঢাকা রুটে বিশেষ ট্রেন অনুমোদন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২০

বিশেষ ট্রেনের দাবিতে কর্মসূচি ও রেলপথ অবরোধে নামেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লালমনিরহাট: দাবির মুখে লালমনিরহাট-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন চালুর অনুমতি দিয়েছে রেল কর্তৃপক্ষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীতে আয়োজিত সমাবেশে অংশ নিতেই এই বিশেষ ট্রেনের দাবি করেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) এ নির্দেশনা দেয় রেল কর্তৃপক্ষ।

এর আগে বিশেষ ট্রেনের দাবিতে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে অবস্থান কর্মসূচি ও রেলপথ অবরোধে নামেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ কর্মসূচির ফলে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষ্যে তাকে এক নজর দেখতে ও কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে লালমনিরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে। সে লক্ষ্যে গত ১৯ ডিসেম্বর ভাড়ায় একটি বিশেষ ট্রেন বরাদ্দ চেয়ে রেলভবনে লিখিত আবেদন করা হয়। তবে সোমবার রাতে রেলভবন থেকে জানানো হয়, বিশেষ ট্রেন পরিচালনার সুযোগ নেই। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মধ্যে। পরদিন সকালে প্রতিবাদ হিসেবে তারা লালমনিরহাট রেলস্টেশনে রেলপথে বসে পড়েন এবং একপর্যায়ে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবস্থান নেন।

নির্ধারিত সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা থাকলেও দুপুর দেড়টা পর্যন্ত যাত্রা শুরু না হওয়ায় রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়।

পরবর্তীতে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন। তিনি তাদের দাবির বিষয়টি সমর্থন করে পুনরায় রেলভবনে আবেদন পাঠান এবং ২৪ ডিসেম্বর বিশেষ ট্রেন চালুর আশ্বাস দেন। এই আশ্বাসের পর বিকেল ৩টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিছ বলেন, ‘দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে দেখতে ঢাকায় যাওয়ার জন্য হাজারো নেতাকর্মী প্রস্তুত ছিলেন। যথাযথ নিয়ম মেনেই বিশেষ ট্রেনের আবেদন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ট্রেন না দেওয়ার সিদ্ধান্ত আমাদের বড় সংকটে ফেলে। সে কারণেই বাধ্য হয়ে আন্দোলনের পথে যেতে হয়েছে।’

এদিকে লালমনিরহাট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার জানান, অবরোধের কারণে লালমনি এক্সপ্রেস ট্রেন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।

আর বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মোর্শেদ আলম বলেন, ‘ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সম্পূর্ণ ভাড়া ফেরত দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন


২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২১

নিয়োগ দিচ্ছে এসিআই মটরস
২৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭

আরো

সম্পর্কিত খবর