বান্দরবান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বান্দরবানে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর পৌর বিএনপির আয়োজনে জেলার স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে এই শুভেচ্ছা মিছিল বের হয়ে মুক্তমঞ্চের সামনে গিয়ে সমবেত হয়।
বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার এর সভাপতিত্বে অপর আরেক যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, সদস্য চনুমং মারমা, সদস্য অ্যাডভোকেট মো. আলমগীরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের মতো নেতা আমাদের বিশেষ প্রয়োজন আর তার আগমনে বাংলাদেশ ধন্য হবে।
এসময় বক্তারা, আসন্ন নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে পরিবর্তন করে জেলা বিএনপি’র সদস্য সচিব মো.জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমানের প্রতি জোর দাবি জানান।