রংপুর: রংপুরের রাজনৈতিক ময়দানে নতুন উত্তেজনার ঢেউ তুলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) তিনটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় থেকে বাসদের রংপুর জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস রংপুর-৩ আসন থেকে জেলা সদস্যসচিব মমিনুল ইসলাম রংপুর-৫ (মিঠাপুকুর) আসন থেকে এবং সংগঠক আব্দুল মালেক রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, এই তিন নেতা বামপন্থী আন্দোলনের অভিজ্ঞ যোদ্ধা হিসেবে রংপুরে পরিচিত, যারা দীর্ঘদিন ধরে শ্রমজীবী, কৃষক এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারের জন্য লড়াই করে আসছেন। আব্দুল কুদ্দুস, বাসদের রংপুরে নেতৃত্ব দিচ্ছেন, জুলাই বিপ্লবের সময় বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং সাম্প্রতিককালে সরকারি সংস্কারের দাবিতে মিছিল-সমাবেশে নেতৃত্ব দিয়েছেন।

মমিনুল ইসলাম মিঠাপুকুরে কৃষক আন্দোলনের সংগঠক হিসেবে খ্যাত, যেখানে তিনি জমি সংস্কার এবং শ্রমিক অধিকারের ইস্যুতে কাজ করেছেন। আব্দুল মালেক গঙ্গাচড়ায় বাসদের স্থানীয় শাখা শক্তিশালী করেছেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পে যুক্ত।
বাসদের নেতারা জানিয়েছেন, এই নির্বাচনে তারা শ্রমজীবী, মেহনতী মানুষসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থন কামনা করছেন।