Tuesday 23 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী-৫ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯

বিক্ষোভ মিছিল করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।

নোয়াখালী: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যে প্রণোদিতভাবে মিথ্যা মামলায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

প্রসঙ্গত, রাজধানীর মোহাম্মদপুর থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০০ জনের বিরুদ্ধে একটি বৈষম্যবিরোধী হত্যা মামলা হয়। মোহাম্মদপুর থানার ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরের মামলা নং-৫৮(৯) ২৫’ তে আলহাজ্ব ফখরুল ইসলামকে ২৯৭ নম্বর আসামি করা হয়। ওই মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারকেও আসামি করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা
২৩ ডিসেম্বর ২০২৫ ২০:১২

আরো

সম্পর্কিত খবর