বাগেরহাট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষ্যে মোংলায় ব্যাপক প্রস্তুতি চলছে স্থানীয় বিএনপির।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সম্পন্নসহ নানা দিক নির্দেশনা দেন। এই সংসদীয় আসন থেকে যারা ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে যাবেন তাদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থাও করেছেন তিনি।
বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথম মোংলায় আগমনে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতা-কর্মীরা। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গেও তিনি শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সঙ্গে ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।
লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি দলের সকলকে সঙ্গে নিয়েই ধানের শীষ প্রতীক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আসুন আমরা সকলে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।’
পরে লায়ন ফরিদ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দুপুরে পৌর কবরস্থানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের সেজো ভাই বিএনপি নেতা মাকসুদুর রহমান হারুনের কবর জিয়ারত করেন।