Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীর হরিজন পল্লীতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৫

রাজবাড়ী: সহানুভূতি ও সহমর্মিতার টানে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার সরেজমিনে হরিজন পল্লী পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তিনি শীতের তীব্রতা থেকে সুরক্ষা দিতে হরিজন সম্প্রদায়ের ১৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে হরিজন পল্লীর বাসিন্দারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, রাতের এই সহযোগিতা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘প্রতিটি কম্বল শুধু উপহার নয় বরং মর্যাদা, স্বীকৃতি ও প্রশাসনের আন্তরিক সহমর্মিতার প্রতীক। এটি প্রান্তিক মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের এক অনন্য উদাহরণ।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।