পঞ্চগড়: পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়ে মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।
স্থানীয়দের মতে, দিনের বেলায় সূর্যের উপস্থিতিতে কিছুটা উষ্ণতা মিললেও বিকেল থেকেই দ্রুত বাড়তে থাকে ঠাণ্ডা। সন্ধ্যার পর ভারী পোশাক ছাড়া বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়ে। ভোররাত পর্যন্ত কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে চারপাশ জমে থাকে, বিশেষ করে দিনমজুর ও স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহে জেলার তাপমাত্রায় ওঠানামা থাকলেও বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল সর্বনিম্ন। বুধবার (গতকাল) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মিলগেট এলাকার দিনমজুর আবুল হোসেন বলেন, ‘বাবা, এই শীতটা রাত থাইকাই ভোর পর্যন্ত গা কাঁপায়। হাত-পা জমে আসে। কামে যাইতে গিয়া মাটিজোড়া ধরতে পারি না। দুই-তিন দিন ধইরা ঠাণ্ডাডা আর সহনয়।’
দিনমজুর মাহবুব আলম বলেন, ‘সূর্য উঠলে একটু গরম পাই, কিন্তু সন্ধ্যা পড়লেই আবার ঠাণ্ডা নেমে আসে। আমাগো মতো গরিবরাই আগে টের পাই। কাজ করতে গেলেই বাতাস গায়ে কাইটা ধরে।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আরও কয়েক দিন এ অবস্থা থাকতে পারে।