কুষ্টিয়া: কুষ্টিয়ায় মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ১৩ জন মাদককারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হঠাৎ অভিযান চালানো হয়।
অভিযান শেষে জগতি রেলস্টেশন প্ল্যাটফর্মে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার। আটক ব্যক্তিদের দোষী সাব্যস্ত করে তিনি তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শহরের বেশ কয়েকটি স্থানে মাদক কেনাবেচার তথ্য পাওয়া যায়। সে অনুযায়ী যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’