Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবির অ্যাকাডেমিক ভবনের ছাদে আগুন

রাবি করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৬

রাবির অ্যাকাডেমিক ভবনের ছাদে আগুন।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ছাদে নাট্যকলা বিভাগের পুরনো সরঞ্জামে আগুন লেগেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের এক কোণে রাখা কাঠ, খড়কুটো, কাগজ-বোর্ডসহ নাট্যকলার বিভিন্ন পুরনো সরঞ্জামে আগুন ধরে যায়।

ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে ফেলে যাওয়ার কারণে অথবা ছাদের ওপর রাখা কাচে সূর্যের আলোর প্রতিফলন থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ধোঁয়া দেখে শিক্ষার্থী ও কর্মচারীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অগ্নিনির্বাপক যন্ত্রে পর্যাপ্ত গ্যাস না থাকায় পরিস্থিতি কিছুটা সময় নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে বড় ধরনের ক্ষতি না হলেও শিক্ষার্থী ও বিভাগের শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নীরব বলেন, ‘আমরা ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গে উপরে উঠে বালতি ভর্তি পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। গ্যাস সিলিন্ডারগুলোতে তেমন কোনো গ্যাস ছিল না, কিছুতে হালকা পরিমাণ গ্যাস ছিল। এরপর ফায়ার সার্ভিসকে জানালে তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।’

অধ্যাপক ড. আরিফ হায়দার জানান, ‘নিচে ক্লাস নেওয়ার সময় ধোঁয়া দেখতে পাই। স্টুডেন্টরা বালতি ভর্তি পানি এবং আগুননির্বাপক সিলিন্ডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার ধারণা, কেউ আগুন লাগায়নি, সম্ভবত সিগারেট খেয়ে ফেলে রাখার ফলে আগুন লেগেছে।’

রাবি ফায়ার সার্ভিস স্টেশনের পরিচালক মো. ওয়ালিদ হোসেন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাইপ ব্যবহার করে ছাদ পর্যন্ত পানি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর