Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ৩৮ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে র‌্যাবের অভিযানে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর রাতে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের সদস্যরা ভুটিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার আসামি নাম নজরুল ইসলাম (৩৪) মধুপুর উপজেলার ভুটিয়া গ্রামের জুব্বার আলীর ছেলে।

কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলামের বাড়ি থেকে ট্রাংকে লুকানো ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে গাঁজা সংরক্ষণের তথ্য অনুযায়ী স্বপন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্বপন মিয়া ও তার স্ত্রী পালিয়ে যান।

বিজ্ঞাপন

মোট উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩৮ লাখ ১৬ হাজার টাকা। গ্রেফতার নজরুল ইসলাম ও পলাতক আসামি স্বপন মিয়া ও জেসমিনের নামে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর