Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে শর্ট সার্কিট থেকে আগুন, পুড়লো ৯টি দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৩:০৮

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

অগ্নিকাণ্ডটি ঘটে সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জামাল মার্কেটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে নিউ সুমন ম্যাট্রেস লেপ-তোষক তৈরির কারখানা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন টের পেয়ে কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পান।

এরপর আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই চা দোকান, মুদি দোকান, ফার্মেসি দোকানসহ মোট নয়টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ডে নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই-বাছাই করা হচ্ছে।”

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর