Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে গাছে ঝুলিয়ে প্রতিবন্ধী যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৪০

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে চোর সন্দেহে এক প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টাকা চুরির সন্দেহে মৃত আকবর মিয়ার ছেলে জালাল মিয়াকে (২৪) ঘর থেকে ডেকে নিয়ে গাছে ঝুলিয়ে স্থানীয় ইউনুস আলী, আরফান আলী ও দক্ষিণ বুড়দেও গ্রামের অন্যান্য কয়েকজন নির্যাতন করে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জালাল মিয়ার মা শিরিয়া বেগম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে জালাল কোম্পানীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, ঘটনা জানার পরপরই পুলিশ অভিযানে নামে। এরইমধ্যে আরফান আলীকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর