Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৪:৫১ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৬:১১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপু‌রে উপ‌জেলার স‌ন্তোষপুর ইউনিয়‌নের চিলাখানায় গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

পুলিশ জানায়, দুলাল গং ও আলতাফ গংয়ের মধ্যে ১৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— মানিক মুন্সির ছেলে এরশাদ আলী, মানিক মুন্সির বোন কুলছুম বেগম এবং আলতাফ হোসেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করীম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর