Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৩:২৩

সফিপুর বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, যা বাজারজুড়ে আতঙ্কের সৃষ্টি করে। রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টা ৩০ এর দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয়রা প্রথমে নিজস্ব চেষ্টা করে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং সঠিক কারণ এখনো জানা যায়নি। আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

সিএসই'র শরিয়াহ সূচক সমন্বয়
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮

আরো

সম্পর্কিত খবর