Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ আটক দুই, ২০ দিনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২৩:৫১

খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষায় কানে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক দুই।

রংপুর: খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষায় কানে ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে জালিয়াতির চেষ্টা করায় রংপুরে দুই চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে কারাদণ্ডপ্রাপ্তদের রংপুর জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মুরয়াদহ গ্রামের আব্দুল বারীর ছেলে ইদ্রিস আলী আকন্দ (৩০) এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার মালতীবাড়ী গ্রামের এরশাদুলের ছেলে সাজ্জাদুল ইসলাম (২৪)।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি আজাদ রহমান জানান, পরীক্ষার সময় কানে লুকানো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে উত্তর সংগ্রহের চেষ্টা করলে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রংপুর মহানগরের ৭৭টি কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১৮টি জেলায় একযোগে নেওয়া এ পরীক্ষায় হাজারো প্রার্থী অংশ নেন।

হারাগাছ থানাধীন ময়নাকুটি সিনিয়র আলিম মাদরাসা কেন্দ্র থেকে ইদ্রিস আলী এবং গুলালবুদাই উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে সাজ্জাদুল ইসলামকে আটক করা হয়। তাদের কাছ থেকে কানে লুকানো ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীম কুমার দাস ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় দুইজনকে ২০ দিনের কারাদণ্ড দেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর