Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে ৩১৯০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১০:১৪

ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযানে ৩ হাজার ১৯০ পিস ট্যাবলেট জব্দ করেছে ৫৯ বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযানে ৩ হাজার ১৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শনিবার (২২ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে চাঁনশিকারী বিওপি থেকে বের হওয়া একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দলটি সীমান্ত পিলার ১৯৬/৫-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের গড়ের মাঠ এলাকায় একটি আখক্ষেতে তল্লাশি চালায়। এ সময় প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় লুকানো ৩ হাজার ১৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ট্যাবলেটগুলো প্রাথমিক জব্দতালিকা তৈরির পর ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমপি