Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাস পার্টির কেক নষ্ট করায় শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করলেন শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২১:১৩

আহত শিক্ষার্থী আবির।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ে ক্লাস পার্টির কেক সামান্য নষ্ট হওয়ায় ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে বেধরক মারধর করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী আবির পৌর শহরের নতুন পাড়া এলাকার মুক্তি হোসেন আলীমের ছেলে।

পরিবারের বরাতে জানা যায়, খেলার কারণে কেক সামান্য নষ্ট হলে শিক্ষক সাদ্দাম হোসেন ওই শিক্ষার্থীকে মারধর করেন, যার ফলে আবিরের কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

আহত শিক্ষার্থী জানান, কেক নষ্ট হওয়ায় শিক্ষক তাকে মারধর করেছে।

ভূক্তভুগী শিক্ষার্থীর মা পারভিন আক্তার বলেন, ‘একজন শিক্ষক এতো কঠোর হতে পারেন এমন কথা আমরা কখনো ভাবিনি। আমি এর বিচার চাই।’

বিজ্ঞাপন

অভিযুক্ত শিক্ষক সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। ডিসি অফিসে মিটিং করার জন্য এসেছি। তবে বুধবার (১৯ নভেম্বর) আহত শিক্ষার্থীর পরিবারকে নিয়ে সমাধান করবো।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর