পাবনা: পাবনার আমিনপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুর বাবা থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযুক্তকে জেল হাজতে পাঠনো হয়েছে।
অভিযুক্ত তাকাই প্রামানিক (৭৫) পাবনার আমিনপুরের মৃত ছবেদ প্রামানিকের ছেলে।
লিখিত এজাহার থেকে জানা গেছে, শনিবার (১৫ নভেম্বর) বিকালে শিশুটি তার চাচার বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় তাকাই প্রামানিক তাকে খাবারের লোভ দেখিয়ে পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। পরে টাকা দেওয়ার প্রলোভন ও হত্যার হুমকি দিয়ে শিশুটিকে কাউকে কিছু বলতে নিষেধ করে। সন্ধ্যায় শিশুটির রক্তপাত শুরু হয়ে অসুস্থ হলে পরিবার বিষয়টি বুঝতে পারে।
পরিবার অভিযোগ জানায়, তারা অভিযুক্তকে ঘর থেকে বের হতে দেখে এবং কিছুক্ষণ পর শিশুকেও বের হতে দেখে। জিজ্ঞাসাবাদে শিশুটি ধর্ষণের বিষয়টি স্বীকার করে।
আমিনপুর থানার ডিউটি অফিসার এসআই রেজাউল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।