Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূর্গাপুর উত্তর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৬:০১

কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নম্বর দূর্গাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর মহিলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সোনিয়া আক্তারকে তার পদ থেকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নুরে আলম এ বিষয়ের আদেশে সই করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনিয়ার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ১০ জন সাধারণ সদস্য আনুষ্ঠানিকভাবে অনাস্থা জানান এবং নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯(৩) ধারা অনুযায়ী আদর্শ সদর উপজেলা সমবায় অফিসার একটি তদন্ত রিপোর্ট তৈরি করেন। ওই রিপোর্টে সাধারণ সদস্যদের ১০টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়।

আইন অনুযায়ী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫(১)(চ) ধারা এবং ৩৯(১৩) ধারার মাধ্যমে তার সংরক্ষিত সাধারণ সদস্য পদ শূণ্য ঘোষণা করে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া ৩৫(২) ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শূণ্য ঘোষণা সংক্রান্ত গ্রেজেট জারি করতে বলা হয়েছে।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘জনপ্রতিনিধির দায়িত্ব হলো জনস্বার্থে কাজ করা। অভিযোগের কারণে কেউ যদি জনগণের বিশ্বাস হারান, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’

সোনিয়া আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইউনিয়নে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর