Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১০:৪৭

আব্দুল মান্নান

কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার সাহাপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এসময় আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লা আদর্শ সদরের সাহাপুর এলাকার মৃত আব্দুল সোবহানের ছেলে।

অভিযান চলাকালে তার কাছ থেকে একটি দেশীয় এলজি, দুটি কার্তুজ এবং ৩০০ পিস কার্পেন্টাডল (ট্যাপেন্টাডল) ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে আটক আব্দুল মান্নানকে জব্দকৃত অস্ত্র ও মাদকসহ কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চলমান থাকবে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর সদর ক্যাম্প অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর