Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন না পেলেও হেলিকপ্টারে এসে গণসংযোগ বিএনপি নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১২:৫৫ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ ১৫:১৫

জামালপুরের মেলান্দহ উপজেলায় গণসংযোগ করেছেন বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

জামালপুর: দলীয় মনোনয়ন না পেলেও ঢাকা থেকে হেলিকপ্টারে এসে জামালপুরের মেলান্দহ উপজেলায় গণসংযোগ করেছেন বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

শুক্রবার (৭ নভেম্বর) তিনি ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। এ সময় উপজেলার বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণ তাকে স্বাগত জানায়। সংবর্ধনায় উপস্থিত শত শত মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। পরে শুভর নেতৃত্বে একটি মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, ‘সম্প্রতি যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তা চূড়ান্ত নয়। নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে প্রার্থীর নাম পরিবর্তিত হতে পারে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের নিয়ে একটি মিটিং করেছিলেন, সেখানে আমাকে ডাকা হয়নি। ১৬ বছর দলের জন্য যে শ্রম দিয়েছি, তা নেতা তারেক যথাযথভাবে মূল্যায়ন করবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আজকের সংবর্ধনা প্রমাণ করে স্থানীয় মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু। মনোনয়ন না পেলেও মানুষ আমাকে সমর্থন জানাচ্ছে।’

উল্লেখ্য, জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের বিএনপি প্রার্থী হিসেবে জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের নাম ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর