Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার

ইবি করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৭:০০ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১৮:০৫

ইবিতে সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৯ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। সিদ্ধান্তটি ৩০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় গৃহীত হয়।

বুধবার (৫ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা পৃথক চারটি অফিস আদেশে এ তথ্য জানা যায়।

বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন— অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাহিদ হাসান, রিয়াজ মোর্শেদ এবং আফসানা পারভীন তিনা। সতর্ক বার্তা পেয়েছেন একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন, সৌরভ হোসেন সজীব এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্না।

বিজ্ঞাপন

জানা গেছে, ১২ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল পত্রিকার শিক্ষার্থী সাংবাদিকদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পর উপাচার্য গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাংবাদিক রবিউলকে তলপেটে লাথি মারা, আরিফ বিল্লাহ-এর মোবাইল রিসেট ও মেডিকেল সেন্টারে ফেলে রাখা, এবং সাধারণ শিক্ষার্থীদের বরাতে মিথ্যা অভিযোগ দায়েরের ঘটনায় এই শাস্তি দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘সিন্ডিকেটে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে তা জানানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর