Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৭:২৭

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার বসুরহাট–কবিরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদরাসার সামনে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয়জন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নোয়াখালী সরকারি কলেজের দুই শিক্ষার্থীও রয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিএনজি চালক শাহ আলম, কলেজছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও সুমন।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে জেলা শহর মাইজদী থেকে কোম্পানীগঞ্জের বসুরহাটগামী একটি যাত্রীবাহী সিএনজি ইসলামিয়া আলিম মাদরাসার নতুন ভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে ধ্বংসস্তূপে পরিণত হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ট্রাকটি না থেমে প্রায় দুই শত গজ দূর পর্যন্ত চলে যায়। পরে স্থানীয়রা ট্রাকটির গতিরোধ করে। খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেবনাথ বলেন, ‘ঘটনাস্থলে তিনজন, হাসপাতালে আনার পর দুইজন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন।’

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘সিএনজির চালকসহ ছয়জন মারা গেছেন। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছেন, তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর