Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এতিমদের জন্য বরাদ্দ দুম্বার মাংস লুট করতে গিয়ে ধরা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৮:০৯ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৯:০১

পাবনা: পাবনায় দুঃস্থ, এতিমখানা ও মাদরাসার জন্য বরাদ্দকৃত দুম্বার মাংস লুটপাটের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে পাবনা সার্কিট হাউজে ভাগ-বাটোয়ারার সময় কিছু কর্মকর্তা সাংবাদিকদের হাতে ধরা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাংসের কার্টুন সার্কিট হাউজে এনে তারা নিজেদের মধ্যে ভাগ করছিলেন। সাংবাদিকরা উপস্থিতি টের পেয়ে তারা হাতেনাতে ধরা পড়ার পর মাংস ফেলে দিকবিদিক ছুটোছুটি শুরু করে।

গোপন সূত্রে জানা গেছে, বিদেশ থেকে আসা এক ট্রাক মাংস (প্রায় ১৬টি কার্টুন, প্রায় ৩২০ কেজি) শুক্রবার রাতে পাবনায় পৌঁছায়। নিয়ম অনুযায়ী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) মাধ্যমে মাংস জেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ উঠেছে, বিতরণের আগে এর বড় অংশ জেলা প্রশাসনের কর্মকর্তারা ভাগ-বাটোয়ারা করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা প্রশাসক মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় আছেন বলে জানান এবং কোনো মন্তব্য করেননি।

সারাবাংলা/এমপি