রংপুর: জুলাই সনদে আইনি ভিত্তি না থাকায় তাতে সই না করার সিদ্ধান্তকে যথার্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, ‘আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ সইয়ের বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা মাত্র। সেই অবস্থায় আমরা সই করলে সেদিনই জুলাই সনদের অপমৃত্যু হতো।’
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।
আখতার হোসেন বলেন, ‘আমরা সেদিন সই করলে ঐকমত্য কমিশন যে আইনি সুপারিশ দিয়েছে, তা হয়তো আসত না। এতে দেশ আবার পুরোনো কাঠামোয় ফিরে যেত।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে, এবং সেই ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। অন্যথায়, ২০২৪–এর অভ্যুত্থানে অর্জিত সাফল্য হারিয়ে যাবে।’
জাতীয় নাগরিক পার্টি মনে করে, জুলাই সনদ বাস্তবায়নই এখন অন্তর্বর্তী সরকারের প্রথম পদক্ষেপ হওয়া উচিত।