Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা, লন্ডন ফ্লাইট বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৫:২২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৬:২৮

সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের। এতে সিলেট-লন্ডন ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানটিতে ২৬২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর যাত্রীদের বিকল্প ফ্লাইটে লন্ডন পাঠানোর প্রস্তুতি চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানের ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি স্থগিত করা হয়। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘২৬২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী বিমানের প্রস্তুতিকালে বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পাঠাতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা নেওয়া হয়েছে।’