Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতার ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১২:৩৩

আব্দুল হান্নান।

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি আব্দুল হান্নানের ওপর হামলার অভিযোগ উঠেছে মুফতি আমির হামজার অনুসারীদের বিরুদ্ধে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নামাজ শেষে মুফতি হামজা মসজিদে বক্তব্য দিতে শুরু করলে আব্দুল হান্নান তাকে ইসলামি বিষয়েই সীমাবদ্ধ থাকতে এবং রাজনীতি না করতে অনুরোধ করেন। এ সময় হামজার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।

আব্দুল হান্নান বলেন, ‘আমি শুধু অনুরোধ করেছিলাম রাজনীতি নয়, ইসলাম নিয়ে কথা বলতে। এতেই হামলা করা হয়।’

বিজ্ঞাপন

সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ বলেন, ‘জেলা বিএনপির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

মুফতি হামজা বলেছেন, ‘আমি গণসংযোগে ছিলাম, নামাজের সময় মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে ঈমাম সাহেব আমাকে সালাম দিতে বলেন। এরপর কিছু ভুল বোঝাবুঝি হয়, পরে বিষয়টি মীমাংসা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নামাজ শেষে কথাকাটাকাটির পর হাতাহাতি হয়, পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর