Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৭:২৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৯:৩১

বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণের সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণের সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে সদর উপজেলায় ৩১ দফার লিফলেট বিতরণ করা হচ্ছিল। এ সময় মিলনের অনুসারী দুই গ্রুপের মধ্যে মিছিলে সামনে-পেছনে যাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে উভয় পক্ষের নেতাকর্মীরা আহত হন।

দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন খান বলেন, ‘বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে মিছিলে সামনে-পেছনে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর