কুষ্টিয়া: কুষ্টিয়ায় মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি, ভারতীয় কারেন্ট জাল ও মদ জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৯ হাজার ৪০০ টাকা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
তিনি জানান, ভোর রাতে কুষ্টিয়ার উদয়নগর সীমান্তের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০৮ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়।
এছাড়া, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর দুপুরে লালনচত্বর হাইওয়ে রোড এলাকায় বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার ৬৮০ প্যাকেট নকল বিড়ি উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় জামালপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল মদ আটক করা হয়।
জব্দ নকল বিড়ি কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং মদ ও জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ও মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’