Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির সঙ্গে জড়িত ২ ভূমি কর্মকর্তাকে বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৮:৪৪

অভিযুক্ত দুই ভূমি কর্মকর্তা।

সাতক্ষীরা: সাতক্ষীরায় ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত দুই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। বুধবার (৯ জুলাই) দুপুরে তাদের বরখাস্ত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৭ মে নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযানকালে ঘুষের টাকা ডাস্টবিনে লুকিয়ে রাখেন কর্মকর্তা আব্দুল মুকিত। এদিকে ঘুষের টাকা নেওয়ায় তালার খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিহাব আলীকেও বরখাস্ত করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম জানান, দুইজন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান থাকবে। তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তদন্তকারী কর্মকর্তাদের নিকট লিখিতভাবে জানানোর আহ্বানও জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

জলপাই বাগানে কী করছিলেন বুবলী!
৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

আরো