ডিমের দাম কমলেও মুরগির দাম বেড়েছে
২৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৮
ঢাকা: বাজারে ডিমের দাম কমলেও পোল্ট্রি মুরগির দাম বেড়েছে। ৫ টাকা কমে ১৩০ থেকে ১৩৫ টাকা ডজনে ডিম বিক্রি হতে দেখা গেছে। আর কেজিতে ১০ টাকা বেড়ে পোল্ট্রি মুরগি ২০০ থেকে ২১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কারওয়ানবাজার, বিজয়সরণী, শেওড়াপাড়া ও ইব্রাহিমপুর এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
রাজধানীর ইব্রাহিমপুরের একাধিক মনিহারী দোকানে দেখা গেছে, ১৩০ থেকে ১৩৫ টাকা ডজনে ডিম বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, ডজনে ডিমের দাম কমেছে ৫ টাকা। আর কারওয়ানবাজারে ডিম ১৪০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। বিজয়সরণীর কলমিলতা বাজারে ১৩৫ টাকা ডজনে ডিম বিক্রি হতে দেখা গেছে।
এদিকে, শেওড়াপাড়া ও বিজয়সরণী বাজারে পোল্ট্রি মুরগি ২১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শেওড়াপাড়ার একজন বিক্রেতা বলেন, গত সপ্তাহে ২০০ টাকা কেজিতে পোল্ট্রি মুরগি বিক্রি করেছি৷ এই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা।
কারওয়ানবাজার কিচেন মার্কেটে পোল্ট্রি মুরগি ২০০ টাকা, পাকিস্তানি কর্ক ৩৭০ টাকা ও দেশি মুরগি ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সততা মুরগির আড়তের একজন কর্মচারী জনান, গত সপ্তাহে ১৯০ টাকা কেজিতে পোল্ট্রি মুরগি বিক্রি হলেও এক সপ্তাহে ১০ টাকা দাম বেড়েছে।
এদিকে, বাজারে গরু ৭৫০ টাকা কেজি ও খাশি ১১৫০ থেকে ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন-
সর্বনিম্ন ২০ থেকে ১২০ টাকায় মিলছে সবজি, স্বস্তিতে ক্রেতারা
সারাবাংলা/ইএইচটি/এমপি