সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: কর্তব্যরত সাংবাদিকের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার দুপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মতিঝিল থানার উপকমিশনার আনোয়ার হোসেনে শাস্তির দাবিতে সাংবাদিকদের দেওয়া স্মারকলিপির পর এ কথা জানিয়েছেন তিনি।
এর আগে বিচারের দাবিতে ডিএমপি কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। পরে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তিসহ চার দফা দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয়।

এসময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, সোমবার মতিঝিলে সাংবাদিকের ওপর হামলার ঘটনা অনাকাঙ্খিত। এ বিষয়ে ডিসি-মিডিয়াকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, ক্র্যাব এর সিনিয়র সদস্য দীপু সরোয়ার, আবাদুজ্জামান শিমুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, রাজু আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আবু দারদা জুবায়ের, ঢাকা সাংবাদিক ইউনিয়রের কার্য নির্বাহী সদস্য গোলাম মুজতোবা ধ্রুব, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার দিপন দেওয়ান, চ্যানেল টুয়েন্টি ফোরের রিপোর্টার রাশেদ নিজামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইউজে/এমএস